গণবিজ্ঞপ্তি
প্রকাশের সময়: 24 Jun, 2024

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ পুলিশ

পুলিশ কমিশনারের কার্যালয়
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।

গণবিজ্ঞপ্তি
(রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ১০৯ ধারা মোতাবেক)

বিষয়: এইচএসসি, আলিম, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা/২০২৪ এর পরীক্ষা চলাকালে কোচিং সেন্টার বন্ধসহ জনসমাবেশ, মিছিল, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধকরণ প্রসঙ্গে ।

এতদ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর কর্তৃক প্রকাশিত রুটিন মোতাবেক আগামী ৩০/০৬/২০২৪ খ্রিঃ হতে ১১/০৮/২০২৪ খ্রিঃ পর্যন্ত রংপুর মেট্রোপলিটন এলাকার নিম্নবর্ণিত ১৮টি পরীক্ষা কেন্দ্রে সকাল ১০.০০ ঘটিকা হতে দুপুর ১৩.০০ ঘটিকা পর্যন্ত এবং দুপুর ১৪.০০ ঘটিকা হতে বিকাল ১৭.০০ ঘটিকা পর্যন্ত এইচএসসি, আলিম, এইচএসসি (ব্যবসায় ব্যবস্থাপনা) ও এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা/২০২৪ অনুষ্ঠিত হবে। আমি নিম্নস্বাক্ষরকারী রংপুর মহানগরী পুলিশ আইন, ২০১৮ এর ২৯, ৩০ ও ৩১ ধারায় অর্পিত ক্ষমতাবলে সংশ্লিষ্ট তারিখসমূহে পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসহ আশপাশ এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ন্ত্রণ করার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্রের ২০০ (দুইশত) গজের মধ্যে পূর্বাহ্নে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে ০৯.০০ ঘটিকা হতে ১৪.০০ ঘটিকা পর্যন্ত এবং উভয় সময়ে অনুষ্ঠিত পরীক্ষার ক্ষেত্রে ০৯.০০ ঘটিকা হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত সকল প্রকার জনসমাবেশ, মিছিল-মিটিং, অবৈধ অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করলাম।

কেন্দ্রসমূহের নাম: ১। সরকারি বেগম রোকেয়া কলেজ, রংপুর, ২। রংপুর সরকারি কলেজ, ৩। মাহিগঞ্জ কলেজ, রংপুর, ৪। সমাজ কল্যাণ বিদ্যাবীথি বালিকা স্কুল এন্ড কলেজ, ৫। ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, রংপুর, ৬। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, রংপুর, ৭। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, ৮। কারমাইকেল কলেজ, ৯। হারাগাছ সরকারি কলেজ, ১০। হারাগাছ মডেল কলেজ, ১১। লায়ন্স স্কুল এন্ড কলেজ, ১২। আরসিসিআই পাবলিক স্কুল এন্ড কলেজ, ১৩। বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজ, ১৪। ধাপ সাতগাড়া বায়তুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা, ১৫। বড় রংপুর কারামতিয়া কামিল মাদ্রাসা, ১৬। রংপুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ১৭। রবার্টসনগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়, ১৮। রংপুর সিটি টেকনিক্যাল এন্ড বিএম কলেজ, রংপুর মহানগর।

উল্লেখ্য যে, শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, সরকারি মাধ্যমিক-২ শাখা, ঢাকার স্মারক নং- ৩৭.০০.০০০০.০৭১.১৮.২১০.১৮-৪২৮, তারিখ-১০/০৬/২০২৪ খ্রি. মূলে আগামী ২৯/০৬/২০২৪ খ্রি. হতে ১১/০৮/২০২৪ খ্রি. পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধের নির্দেশনার প্রেক্ষিতে বর্ণিত সময়ে রংপুর মেট্রোপলিটন এলাকার সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে ।

জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(উত্তম কুমার পার পিপিএম)
বিপি-৭৩০৩০২৭৮০২
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্)
পুলিশ কমিশনার (সাময়িক দায়িত্বে)
রংপুর মেট্রোপলিটন পুলিশ, রংপুর।
মোবাইল: ০১৩২০-০৭৩০০৭
Email: rpmp.addlpc.c_c@police.gov.bd