রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ইয়াবা ও জুয়ার আলামত জব্দসহ ১৩ জন গ্রেফতার*
প্রকাশের সময়: 05 Dec, 2025

*প্রেস রিলিজ*

_আরপিএমপি, রংপুর | ০৫ ডিসেম্বর ২০২৫_


*বিষয়ঃ রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে ইয়াবা ও জুয়ার আলামত  জব্দসহ ১৩ জন গ্রেফতার*


রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা ও গোয়েন্দা ইউনিট গত ২৪ ঘন্টায় পরিচালিত অভিযান ও ওয়ারেন্ট তামিল কার্যক্রমে মোট ১৩ জন আসামী গ্রেফতার করেছে। অভিযানে মাদকদ্রব্য — বিশেষত হারাগাছ থানায় ২০০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট — এবং জুয়ার সঙ্গে জড়িত নগদ আলামত জব্দ করা হয়েছে। 


কোতয়ালী থানা ০৪/১২/২০২৫ তারিখে জিআর-১০৫/১৯ ও সিআর-১৪৭/২৪ সংবলিত দুইজন পলাতক আসামী গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করে। 


হাজীরহাট থানার নেতৃত্বে পরিচালিত ওয়ারেন্ট তামিল অভিযানে ০৪/১২/২০২৫ রাত্রী আনুমানিক ১১:৩০ ঘটিকায় জিআর-৪৫/২১ আসামি  মোঃ ওমর ফারুক (৪৪) গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


ডিবি (গোয়েন্দা শাখা) ০৫/১২/২০২৫ সকাল অনুমান ১২.০৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী থানাধীন খামার মোড়স্থ মৈত্রী বিতান মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে মোঃ জিদ্নি বাবু @ আবির (২৩)–কে আটক করে; তাঁর হেফাজত থেকে ৬ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ বিষয়ে কোতয়ালী থানায় মামলা নং-০৭/৩১৮, ০৫/১২/২০২৫ রুজু করা হয়েছে। 


হারাগাছ থানার অভিযানে ০৪/১২/২০২৫ বিকেলে টাংরীর বাজার পুলিশ চেকপোস্টে মোঃ রেজাউল করিমের দেহ তল্লাশির সময় তাঁর জ্যাকেটের বাম পকেটে থাকা নীল জিপারে মোড়ানো অবস্থায় গোলাপি রঙের ২০০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় (আনুমানিক মূল্য: ৬০,০০০ টাকা)। ওই ঘটনায় মোট ২ জনকে গ্রেফতার করা হয়েছে; দুইজন পলাতক। উদ্ধারকৃত অন্যান্য আলামতে রয়েছে একটি Walton NEXG স্মার্টফোন এবং দু'টি মোটরসাইকেল (HERO HONDA-PASSION 100cc ও PALSAR 150cc) — মোট আলামত জব্দ করে প্রযোজ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।


হারাগাছ থানা ওয়ারেন্ট মূলে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদেরও গ্রেপ্তার করেছে— ০৫/১২/২০২৫ তারিখে পৃথক সময়ে মোঃ মাহমুদুল কবির (রানা) ও মোঃ মুকুল মিয়া সহ আরও কয়েকজনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া হারাগাছের বিভিন্ন স্থানে জুয়ার আসরে অভিযান চালিয়ে দুই ঘটনায় মোট ০৫ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয় এবং নগদ (৬৩০ টাকা ও ১,০৯০ টাকা) এবং জুয়া খেলার উপকরণ জব্দ করা হয়।


---

*মিডিয়া সেল*

*রংপুর মেট্রোপলিটন পুলিশ*