উন্নত ট্রাফিক সেবা নিশ্চিতকরণে ব্রিফিং প্রদান
প্রকাশের সময়: 06 Jul, 2024

আজ ০৭ জুলাই ২০২৪ খ্রি. জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম (বার) পিপিএম (বার), পুলিশ কমিশনার, আরপিএমপি, রংপুর মহোদয়ের সভাপতিত্বে এবং উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-সেবা মহোদয়ের সঞ্চালনায় রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে 'উন্নত ট্রাফিক সেবা নিশ্চিতকরণে ব্রিফিং প্রদান' সংক্রান্তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী; অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ আব্দুল ওয়ারেস; সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) জনাব মোঃ নজরুল ইসলাম; সহকারী পুলিশ কমিশনার (প্যাট্রোল) জনাব মোঃ মাহফুজুর রহমান এবং রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ। 


উক্ত ব্রিফিং প্রদান অনুষ্ঠানে সম্মানিত পুলিশ কমিশনার মহোদয় প্রথমে আরপিএমপি ট্রাফিক বিভাগের প্রত্যেক সদস্যের ওয়েলফেয়ার বা সুযোগ-সুবিধা নিয়ে বিশদ আলোচনা করেন। এরপর তিনি নগরীর ট্রাফিক সেবা আরও উন্নত করার লক্ষ্যে নগরীর ট্রাফিক সিগন্যাল, লেন ম্যানেজমেন্ট, পার্কিং প্লেস, সিএনজি-লেগুনাগুলোর রুট নির্ধারণ সংক্রান্তে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি ট্রাফিক সদস্যদের নগরীতে অবৈধ ও লাইসেন্স বিহীন যান চলাচলের বিষয়ে কঠোর হওয়ার নির্দেশনা প্রদান করেন।