রংপুর মডার্ণ মোড়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সাব-কন্ট্রোল রুম উদ্বোধন
প্রকাশের সময়: 13 Jun, 2024

পবিত্র ঈদ-উল-আযহা'২৪ উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করা, টিকেট কালোবাজারি ও যানবাহনে চাঁদাবাজি রোধ, অবৈধ ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, যাত্রী হয়রানি রোধ, গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা করা ও সর্বোপরি সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে অদ্য ১৩/০৬/২৪ ইং দুপুর ১৩.০০ টায় মডার্ণ মোড়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে সাব-কন্ট্রোল রুম উদ্বোধন করা হয়। উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-সেবা এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) (পুলিশ কমিশনার সাময়িক দায়িত্বে) রংপুর মেট্রোপলিটন পুলিশ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র্যাব-১৩ এর অধিনায়ক কমান্ডার জনাব কামরুল হাসান, জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান উপ-পুলিশ কমিশনার ( ডিবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত, জনাব মোঃ আরিফুজ্জামান, সহকারী পুলিশ কমিশনার (কোতয়ালী জোন), জনাব জয়ন্ত কুমার সেন, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর), জনাব মোঃ নজরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ), জনাব মোঃ আমজাদ হোসেন, সহকারী পুলিশ কমিশনার, জনাব মোঃ আরিফ হোসেন টিটু, সাধারণ সম্পাদক, কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর, জনাব এ কে চৌধুরী ক্যাপ্টেন, সিনিয়র সহ-সভাপতি, রংপুর বাস মিনিবাস মটর মালিক সমিতি, জনাব মোঃ আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক, মটর শ্রমিক ইউনিয়ন রংপুর, এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক বিভাগ ও অন্যান্য বিভাগের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং মটর শ্রমিক ইউনিয়নের সদস্য ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। এতে প্রধান অতিথি মহোদয় জনগণের ঈদ যাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দময় করতে ট্রাফিক বিভাগে কর্মরত সদস্যসহ অন্যান্য বিভাগের সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ ও মটর মালিক/শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সকল জনগণের স্বতঃস্ফূর্ত সহযোগিতা কামনা করেন।