'মানবাধিকার, জেন্ডার সচেতনতা ও সামাজিক দায়িত্ব কর্তব্য কোর্স'-২য় ব্যাচের কোর্স সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান
প্রকাশের সময়: 09 Jun, 2024

আজ ০৯ জুন ২০২৪ খ্রি. পুলিশ ট্রেনিং স্কুল, রংপুর মেট্রোপলিটন পুলিশ-এ রংপুর মেট্রোপলিটন পুলিশের এসআই (নিঃ), সার্জেন্ট, টিএসআই ও এএসআই পদমর্যাদার পুলিশ সদস্যদের ০২/০৬/২০২৪ খ্রি. হতে ০৯/০৬/২০২৪ খ্রি. পর্যন্ত ০৬(ছয়) কার্যদিবস মেয়াদী 'মানবাধিকার, জেন্ডার সচেতনতা ও সামাজিক দায়িত্ব কর্তব্য কোর্স' এর ২য় ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত ০৬(ছয়) কার্যদিবস মেয়াদী কোর্সে এসআই (নিঃ) ২৮ জন, সার্জেন্ট ০৩ জন, টিএসআই ০২ জন ও এএসআই ০২ জনসহ মোট ৩৫ জন অংশগ্রহণ করেন।


উক্ত কোর্স সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ সায়ফুজ্জামান ফারুকী। উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ আবু মারুফ হোসেন পিপিএম-সেবা; পুলিশ পরিদর্শক (ডিবি ও অতিরিক্ত দায়িত্বে পুলিশ পরিদর্শক পুলিশ ট্রেনিং স্কুল) জনাব মোঃ ছালেহ্ আহম্মদ পাঠান এবং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।


সম্মানিত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) মহোদয় কোর্স সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন এবং প্রশিক্ষণ কোর্সে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন।


অতঃপর তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন নিজের সক্ষমতা বৃদ্ধি ও মানোন্নয়নে প্রশিক্ষণের বিকল্প নাই। তাই এই ধরনের প্রশিক্ষণের বেশি বেশি আয়োজন করে ও অংশগ্রহণ করে আমাদের সময়োপযোগী পুলিশে রূপান্তর হতে হবে এবং প্রশিক্ষণলব্ধ জ্ঞান আমাদের ব্যক্তিজীবন, কর্মজীবন ও সামাজিক জীবনে প্রতিফলন ঘটানোর আহ্বান জানান।