আরপিএমপি'র ভিকটিম সাপোর্ট সেন্টারের "স্টিয়ারিং কমিটি" সভা
প্রকাশের সময়: 06 Jun, 2024

আজ ০৬ জুন ২০২৪ খ্রি. সকাল ১০:৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উদ্যেগে ভিকটিম সাপোর্ট সেন্টারের কনফারেন্স রুমে (কোতোয়ালি থানা প্রাঙ্গন) ভিকটিম সাপোর্ট সেন্টারের কার্যক্রম সংক্রান্তে "স্টিয়ারিং কমিটি" সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ আবু বকর সিদ্দীক; সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) জনাব আসিফা আফরোজ আদরী; অফিসার ইনচার্জ, কোতয়ালী থানা জনাব মোঃ মোন্তাছের বিল্লাহ; সাধারণ সম্পাদক, বাংলাদেশ মহিলা পরিষদ, রংপুর জনাব রুম্মানা জামান; বিভাগীয় প্রধান, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রংপুর এ্যাডভোকেট জনাব কোহিনুর বেগম; সমন্বয়েকারী ব্লাস্ট, রংপুর এ্যাডভোকেট জনাব দিলরুবা রহমান; সরকারি পরিচালক (প্রশাসন) ডাঃ জনাব মোঃ মজিদুল ইসলাম; কো-অর্ডিনেটর মেরি স্টোপস, রংপুর জনাব শ্যামল কান্তি সাহা; প্রোগ্রাম অফিসার, মহিলা বিষয়ক অধিদপ্তর, রংপুর জনাব মোছাঃ হাবিবা হেলেন; এলইডিসি, আরডিআরএস, রংপুর জনাব শমসেয়ারা বিলকিস; ডিডি, বিভাগীয় সমাজসেবা কার্যালয়, রংপুর বিভাগ, রংপুর জনাব অনিল চন্দ্র বর্মন; পুলিশ সুপার (প্রশাসন), পিটিসি, রংপুর জনাব মোছাঃ শামিমা পারভীন; জেলা সমন্বয়ক, ব্রাক, দর্শনা মোড়, রংপুর জনাব একেএম জাহেদুল ইসলাম এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।