'মানবাধিকার জেন্ডার সংবেদনশীল আচরণ ও দায়িত্ব ও কর্তব্য কোর্স'-১ম ব্যাচের শুভ উদ্বোধন
প্রকাশের সময়: 01 Jun, 2024

আজ ০১ জুন ২০২৪ খ্রি. রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স, আরপিএমপি, রংপুর মিলনায়তনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কনস্টেবল ও এএসআই পদমর্যাদার পুলিশ সদস্যদের ০১/০৬/২০২৪ খ্রি. হতে ০৬/০৬/২০২৪ খ্রি. পর্যন্ত ০৬(ছয়) দিন মেয়াদী 'মানবাধিকার জেন্ডার সংবেদনশীল আচরণ ও দায়িত্ব ও কর্তব্য কোর্স' এর ১ম ব্যাচের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উক্ত ০৬(ছয়) দিন মেয়াদী কোর্সে এএসআই (নিঃ) ১০ জন এবং কনস্টেবল ২৫ জন অংশগ্রহণ করেন।


উক্ত প্রশিক্ষণ কোর্সের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব উত্তম কুমার পাল পিপিএম মহোদয়। এছাড়া উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-সেবা; সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) জনাব আসিফা আফরোজ আদরী; পুলিশ পরিদর্শক (ডিবি ও অতিরিক্ত দায়িত্বে পুলিশ পরিদর্শক পুলিশ ট্রেনিং স্কুল) জনাব মোঃ ছালেহ্ আহম্মদ পাঠান এবং কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীবৃন্দ।