আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা, ২০২৪ উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রীসাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভা
প্রকাশের সময়: 30 May, 2024

আজ ৩০ মে ২০২৪ খ্রি. সকাল ১১:০০ ঘটিকায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-এর প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে (বিআরটিএ ভবন, নতুন বিমানবন্দর সড়ক, বনানী, ঢাকা) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ওবায়দুল কাদের এমপি এঁর সভাপতিত্বে 'আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা, ২০২৪ উদযাপন উপলক্ষে সড়ক পথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে করণীয় নির্ধারণ সংক্রান্ত সভা' অনুষ্ঠিত হয়।


সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ হতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব মোঃ মনিরুজ্জামান বিপিএম-বার, পিপিএম-বার মহোদয়। এসময় উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস) জনাব উত্তম কুমার পাল পিপিএম; উপ-পুলিশ কমিশনার (ডিবি) (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব কাজী মুত্তাকী ইবনু মিনান; উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মোঃ আবু মারুফ হোসেন পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মোঃ মেনহাজুল আলম পিপিএম-সেবা এবং পুলিশ পরিদর্শক (সিআইও-১) জনাব হিল্লোল রায়।