২০২১ সালের এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত আরপিএমপি পুলিশ পরিবারের কৃতি সন্তানদের মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান।
প্রকাশের সময়: 18 May, 2022


গত ১৭ মে, ২০২২ খ্রিঃ মঙ্গলবার সকাল ১১.০০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে ২০২১ সালের এস এস সি ও এইচ এস সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত আরপিএমপি পুলিশ পরিবারের কৃতি সন্তানদের মেডেল, মেধাবৃত্তি এবং ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়। 


উক্ত সভায় সভাপতিত্ত¡ করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশ এর উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দসহ সকল সিনিয়র অফিসার ও র্ফোস।


উন্নত দেশ বিনির্মানে ও শিক্ষিত জাতি গঠনে প্রয়োজন মানসম্মত শিক্ষার। আর প্রয়োজন শিক্ষার্থীদের প্রণোদনা ও উৎসাহ প্রদান। বলা হয় যে, “যেখানে গুণের কদর নেই সেখানে গুণীর জন্ম হয় না”। এই দর্শনকে সামনে রেখে রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ মহোদয়ের একক নির্দেশনায় আরপিএমপি টিম আয়োজন করে একটি উৎসাহ প্রদায়ী ও মনোজ্ঞ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান। আমাদের সন্তান যেমন আমাদের ভবিষ্যৎ, তেমনি আমাদের সন্তান উন্নত বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিক। পুলিশের মত ব্যস্ত ও ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত থেকে অধিকাংশ পুলিশ সদস্যই পরিবারের সদস্যদের সময় দিতে পারেন না। তা সত্তে¡ও সকল প্রতিবন্ধকতাকে জয় করে পুলিশ সদস্যদের সন্তানরা প্রতিবারের ন্যায় এবারও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। তাদের অর্জন ও মেধাকে স্বীকৃতি দিতে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় আরপিএমপি পুলিশ পরিবারের ২৮ (আটাশ) জন কৃতি সন্তানকে।


২০২১ সালের এস এস সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ১২ জন কৃতি সন্তানের নাম ও পিতার নাম-


০১। তাসনিয়া মুবাশশিরা, পিতা- জনাব মোঃ আবু সাইম, উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি)

০২। কিমিয়ায়ে সা’দাত, পিতা- জনাব মোঃ আব্দুর রশিদ, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)

০৩। মোছাঃ শামসুন নাহার শান্তি, পিতা- মোঃ সেকেন্দার আলী, এসআই (সঃ)/১১

০৪। মোছাঃ মেহেনাজ তাবাসুম (আইভি), পিতা- মোঃ আব্দুল হক, এএসআই (সঃ)/১৬৯

০৫। তাহিয়া তাসনিম, পিতা- মোঃ তহিদুল ইসলাম, কনস্টেবল/৩১৮

০৬। উর্মী রানী বর্মন, পিতা- শ্রী রাজেন চন্দ্র বর্মন, কনস্টেবল/৪৩৯

০৭। মোঃ মাহমুদুল ইসলাম, পিতা- মোঃ মোজাহারুল ইসলাম, কনস্টেবল/৬২৩

০৮। মোঃ আসাদুজ্জামান নুর রিপন, পিতা- মোঃ নুরুল ইসলাম, কনস্টেবল/৬৬১

০৯। মোঃ আবির হাসান, পিতা- মোঃ আবু সাঈদ, কনস্টেবল/৬৬৯

১০। মোছাঃ আফরোজা খাতুন, পিতা- মোঃ লুৎফর রহমান, কনস্টেবল/৮৩৫

১১। মোছাঃ সাদিয়া বিনতে আলম অনন্যা, পিতা- মোঃ আশরাফুল আলম, কনস্টেবল/১০৯৩

১২। মোঃ ইনজামাম আল শিহাব, পিতা- মোঃ এনামুল হক, কনস্টেবল/৬৫৬


২০২১ সালের এইচ এস সি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত ১৬ জন কৃতি সন্তানের নাম ও পিতার নাম-


০১। অপ্সরা আলীম, পিতা- জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার

০২। রিফাহ্ তাছনিয়া, পিতা- জনাব মোঃ ফারুক খলিল, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)

০৩। মোঃ আব্দুল্লাহ আল দিদার, পিতা- মোঃ মনোয়ার হোসেন,  এসআই (নিরস্ত্র)

০৪। মোঃ আরাফাত হোসেন, পিতা- মোঃ আব্দুস সবুর, টিএসআই/১৪৬

০৫। মোঃ আরমান হোসেন, পিতা- মোঃ আব্দুস সবুর, টিএসআই/১৪৬

০৬। মোঃ আরিফ হাসান সজিব, পিতা- মোঃ সেকেন্দার আলী, এসআই (সঃ)/১১

০৭। পলাশ রায়, পিতা- সমর চন্দ্র রায়, কনস্টেবল/২৩৯

০৮। পল্লব বর্মন দূর্জয়, পিতা- নগেন্দ্রনাথ বর্মন, কনস্টেবল/২৪০

০৯। সানজিদা আক্তার মিম, পিতা- মোঃ সামসুল ইসলাম, কনস্টেবল/২৭৯

১০। মোঃ শাহরিয়ার হোসেন আলিফ, পিতা- মোঃ সামসুল ইসলাম, কনস্টেবল/২৭৯

১১। জান্নাতুল ফেরদৌসি, পিতা- মোঃ নজরুল ইসলাম, কনস্টেবল/৪১৬

১২। শারমিন হোসেন রিয়া, পিতা- মোঃ গোলাম হোসেন, কনস্টেবল/৬৪৫

১৩। মোঃ জাহিদ মাহমুদ জ্যোতি, মোঃ রেজানুল হক, কনস্টেবল/৭১৫

১৪। মোছাঃ লুৎফুন্নাহার, পিতা- মোঃ লুৎফর রহমান, কনস্টেবল/৮৩৫

১৫। মিথিলা শ্রাবণী রায়, পিতা- মানিক চন্দ্র রায়, কনস্টেবল/৯৮৯

১৬। মোছাঃ তাহিয়াতুর জাহান তুবা, পিতা- মোঃ মেনাজ উদ্দিন মন্ডল, কনস্টেবল/১২৪৬


আয়োজিত মেধাবৃত্তি অনুষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের গর্বিত পিতার আসন অলংকৃত করেন অনুষ্ঠানটির উদ্যোক্তা ও রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিভাবক পুলিশ কমিশনার জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয় ও জনাব আবু সাইম, ডিসি (ইএন্ডডি), আরপিএমপি। উপস্থিত অভিভাবকদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন জনাব ফারুক খলিল, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র), ডিবি, রংপুর। কৃতিত্ব অর্জনকারী পুলিশ পরিবারের সংবর্ধনা প্রাপ্ত সন্তানদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ২০২১ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত শিক্ষার্থী তাহিয়া তাসনিম, পিতা- আরপিএমপি ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত কনস্টেবল জনাব তহিদুল ইসলাম । ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন পলাশ রায়, পিতা- ট্রাফিক দক্ষিণ বিভাগে কর্মরত কনস্টেবল জনাব সমর চন্দ্র রায়। এবারের মেধাবৃত্তি অনুষ্ঠানে ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে মাননীয় পুলিশ কমিশনার মহোদয়ের মুখ উজ্জ্বল করেন তাঁর যোগ্য কন্যা অপ্সরা আলীম। অপ্সরা আলীম ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ঢাকা থেকে ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে জিপিএ ৫.০০ পাওয়ার গৌরব অর্জন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে মোটিভেশনাল ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন আরপিএমপি ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।